InfoproBD

Male Rabbit Neuter 2023. ছেলে খরগোশের নিউটার.

 

Neutering male rabbits are called 'castration'. This is a routine surgical procedure under general anesthetic to surgically remove the testicles via two incisions in the scrotum. It is usually done at 5 months old but can be done from 3 months if the testicles have descended sufficiently and the rabbit is big enough.

 

Male Rabbit Neuter 2023. ছেলে খরগোশের নিউটার.


Male Rabbit Neuter

 (ছেলে   খরগোশের নিউটার)

 

নিউটার কী?

 এটি একটি অস্ত্রোপচার পদ্ধতি যেখানে অণ্ডকোষকে নির্বীজন বা বন্ধ্যাত্বের জন্য অপসারণ করা হয়, একটি পুরুষ অ্যানিমা

 male rabbit neutering cost

মেল খরগোশ খুব দ্রত বেবী দিয়ে থাকে। তারা প্রায় সময় হিটে আসে। ফিমেল খরগোশের সাথে মেল খরগোশ থাকার কারনে তারা ঘন ঘন বেবী দিবে যা কি না ফিমেল বানির স্বাস্থ্যর জন্যও ক্ষতিকর।

 rabbit neutering risks

মেল বানিকে ফিমেল বানির সাথে ছেড়ে রাখলে এই সমস্যাটা দেখা দিবে। সে জন্য আপনি তাদের এক সাথে রাখতে পারবেন না। আলাদা আলাদা করে রাখতে হবে কিন্তু যদি আপনি আপনার মেল বানিটাকে নিউটার করিয়ে নিন তখন মেল ফিমেল বানি এক সাথে ছেড়ে রাখতে সমস্যা নেই।

এছাড়া অন্য সময়ে যখন মেল বানি হিটে আসে নিউটার করানোর পর টেষ্টোষ্টেরনের প্রভাব কম থাকার কারনে তারা শান্ত থাকে।

Male Rabbit Neuter 2023. ছেলে খরগোশের নিউটার.


where can i get my rabbit neutered for free?

পূর্বের মতন তারা অশান্ত থাকে না।

আপনি যদি আপনার জোড়া খরগোশ থেকে আর বেবী না চান তাহলে মেল খরগোশটাকে নিউটার করাতে পারেন।

 

হাউজ রেবিটের জন্য নিউটার করানো খুবই জরুরী। নিউটার একটি সার্জারী প্রক্রিয়া। এটি একটি ছোট অপারেশন।

is it too late to neuter my rabbit?

এই সার্জারীর মাধ্যমে মেল খরগোশের দুটি টেসটিকল অপসারন করা হয়।

নিউটার করানোর পর ভেটেনারী সার্জন আপনাকে কিছু মেডিসিন দিবে এবং বলে দিবে কী ভাবে কেয়ার নিতে হবে। ঠিকমত ঔষুধ এবং যত্ন নিলে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে আপনার বানি।

নিউটার করালে আপনার বানি হেলদি থাকবে বার বার হিটে আসবে না।

 male rabbit behavior after neutering

ছয়মাস বয়স থেকে দুই বছর বয়সী যে কোনও সুস্থ মেল খরগোশকে নিউটার করানো যায়। দুই বছর বয়স পরও নিউটার করানো যায় কিন্তু এর আগে  করালে ভালো এবং সেইফ।

 

আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেনারী সার্জন দিয়ে এই অপারেশন করাতে হবে। যদি অপারেশন সঠিক না হয় এজন্য কিন্তু খরগোশ মৃত্যুবরনও করতে পারে।

সুস্থ স্বাভাবিক মেল খরগোশকে নিউটার করাতে পারবেন। অসুস্থ খরগোশকে নিউটার করানো যাবে না।

Post a Comment

0 Comments