গাভীর কৃমি হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো সম্পর্কে আমাদের দেশের অনেকেই জানেন না। লাভজনক হওয়ার কারণে বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকেই গাভী পালন করে থাকেন। গাভী পালনের সময়ে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এগুলোর মধ্যে গাভীর কৃমি অন্যতম। তবে কৃমি হলে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। নিচে এগুলোর বিস্তারিত আলোচনা করা হল-
In This Article We Know About Parasites and Warm in Cow. Symptoms of cow worms If Want To be farming, you learn to know about deworming. Cow Farm in Bangladesh is Very Immortan rule use poor people.
Symptoms of cow worms:
গাভীর কৃমি হলে যে লক্ষণগুলো প্রকাশ পায়ঃ
১। গাভীর কৃমি হলে গাভী দিন দিন দুর্বল হয়ে পড়ে ও গাভীর শরীর শুকিয়ে যেতে থাকে।
২। কৃমির আক্রমণ হলে গাভীর দুধের উৎপাদন কমে যেতে থাকে। অনেক সময় বাছুর দুধের বাটে মুখ লাগাতে অনীহা প্রকাশ করে থাকে।
worms in cattle
৩। গাভীর শরীরে কৃমির আক্রমণ হলে মাঝে মাঝে অনিয়মিত ভাবে পাতলা পায়খানা করে থাকে। এ সময় ঠিকমতো খাদ্য খেতে চায় না।
৪। কৃমির আক্রমণের ফলে গাভীর শরীরে ভিটামিন ও পুষ্টিহীনতা দেখা দেয়। ফলে খাদ্য পরিপাক ও বিপাকীয় নানা জটিলতায় সৃষ্টি হতে পারে।
৫। কৃমির ফলে গাভী শুস্ক কাশি হতে পারে। এছাড়াও অনেক গাভীর পেটে ব্যথা অনুভূত হতে পারে।
৬। কৃমি আক্রান্ত হওয়ার কারণে গাভীর প্রজনন ক্ষমতা কমে যায়। এর ফলে অনেক সময় গাভী ডাকে আসতে চায় না।
0 Comments
We Replay You As Soon As Possible