InfoproBD

Cattle farming beginner guide 2023

Cattle farming beginner guide 2023.

In this article we talk about beginning of farming. How to start a cattle farm. At first you want to know about farming and learning in verity ways. then you start.



How to start a farm?

 তরুণ উদ্যোক্তারা পড়ুন


নতুন খামার করবেন অনেক টাকা আছে,?

টাকা উড়ছে বাতাসে বন্ধ করেন এই খেলা।


কেউ কেউ খামারের গরু বিক্রি করে খামার প্রজেক্ট ভাড়া ও দিয়ে দেয়...অদ্ভুত খেলার খোলোয়ার আমরা...ভূলের মাসুল দিতে গিয়ে কেউ পথহারা।

Learning 

ট্রেনিং,আলোচনা সভা,খামার পরিদর্শন,প্রাণীসম্পদ হাসপাতালের স্যারদের সাথে পরামর্শ নিয়ে,

সফল খামারীদের সাথে মতবিনিময় করে শুরু করছে অনেকে__কেউ শুরু করছে ১০ লাখ দিয়ে কেউ বা ২/৩ লাখ টাকা দিয়ে।




সবই ঠিক সমস্যা টা কোথায়??


সমস্যা গুলো হলোঃ


১।শুরুতেই অনেকে কয়েক লক্ষ টাকা খরচ করে ঘর করে, 


২।শুরু টা ছোট আকারে না করে প্রথমে গরুর হাট বসায় খামারে।


৩।গরু কিনার সময় টাকা ও গরুকে মূল্যায়ন না দিয়ে গরুর মালিক কে মূল্যায়ন দেওয়া।


৪।নিয়মিত ভ্যাকসিন ও কৃমিনাশক সহ সহযোগী চিকিৎসা গুলো না করা।


৫।খামারে প্রতিদিনের আয় ও ব্যয় খরচ হিসাব না রাখা।


৬।কত লিটার দুধের জন্য কত কেজি খাদ্য দিতে হবে ও বাড়তি কতটুক দিতে হবে এবং বাচ্চাগুলো খাদ্য খাওয়ার উপযোগী হলে কি পরিমাণ খাদ্য দৈনিক খাওয়াতে হবে সেই হিসাব না করা।


৭।প্রতিদিন খামার জীবানুমুক্ত না করা অনেকেই তা মানে না বা জীবানুনাশক ব্যবহার না করা,

ফলে নানান সমস্যা হলে ২ হাতে টাকা খরচ করা।


৮।গরুর সমস্যা হলে বা বড় ধরণের রোগে অবহেলা করা।


৯।খামারে আয়ের তুলনা ব্যয় বেশি করা।


১০।। পরিশেষে বিভিন্ন সমস্যায় জড়ো হয়ে নিজের কপালের দোষ দেওয়া এবং হতাশা ভোগ করা ও এলোপাতাড়ি সিদ্ধান্ত নেওয়া।


ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে পরামর্শদাতার কাছ থেকে ভাল মন্দ যাচাই না করে পরামর্শ নিয়ে দালালি প্রক্রিয়ায় পড়ে খামার করাটা একটা বিশেষ ক্ষতিকারক দিক।


আরো অনেক কারণ আছে,আমি কয়েকটি কারণ আমার অভিক্ততা থেকে শেয়ার করলাম।


যারা গাইড লাইন দেয় সমস্যা তাদের নয়।

নিয়ম না মেনে চলা হলো বড় সমস্যা।। 


এই সেক্টরে কেউ হিরো আবার কেউ জিরো।



খবরদার!!টাকা আছে বলেই টাকা বাতাসে উড়ানো যাবে না।


সুতরাং এলোপাথাড়ি ভাবে কাজ না করে সঠিক ভাবে পরিচালনা করা জরুরি 

তবেই কিছু সম্ভব। 


সঠিকভাবে খামার পরিকল্পনা করবো ও পরিচালনা করবো তবে সফলতা আসবেই ইনশাআল্লাহ।

If you want to success in this sector, you may learn moor and moor. 


Post a Comment

0 Comments