Caw farming start beginner tips.
In this article we learn how to start a cattle farm for beginner. when you want to do farming you want to know many things about cattle. If you read it properly you know Caw farming start beginner tips.
ধাপে ধাপে উন্নতি টেকসই মজবুত হয়।
পুরো খামার ভর্তি গরু বিক্রয়ের বিজ্ঞাপনটা কতটা কষ্টের যে এই বিজ্ঞাপনটা দেয় একমাত্র সেই জানে।
স্বপ্নটা যখন আপনাকে বার বার হতাশ করবে তখন এছাড়া আপনার উপায় থাকবে না।
২ টা গাভী থেকে ২০ টা গাভী নিজের খামারেই তৈরি করা সম্ভব। ২০ টা গাভীর খামার শুরু পর ২/১ বছরে ১০ টাতে রুপান্তর হরহামেশই ঘটে।
গরু যদি আপনার কথা শুনত তাহলে সবার স্বপ্ন পূরণ হয়ে যেতো। আপনি যদি গরুর কথা বুঝতে পারেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে ১০০%।
আল্লাহ আপনাকে চার রাস্তার একটা মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে, সেই চারটি রাস্তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে,
- পূর্বে গেলে খাল পাবেন,
- দক্ষিণে গেলে সাগর পাবেন,
- উওরে গেলে জঙ্গল পাবেন,
- পশ্চিমে গেলে বাস ষ্টেশন।
এখন আপনি যে রাস্তাটাই নির্ধারণ করবেন সেটাই আপনার ভাগ্য। এখন বলুন মালিককে দূষে কি লাভ?
আমি নামাজ পড়িনা সেটা কি আল্লাহ আমার ভাগ্যে লিখে দিয়েছে? না বরং নামাজ না পড়লে কি শাস্তি দেবেন সেটা বলে দিয়েছে। এখন আমার ভবিষ্যৎ আমিই লিখছি।
- কাকে আপনি অনুসরণ করবেন? যে মিত্যুর কথাটা সবসময় ভাবে।
- একদিনে একজনকে সব জিজ্ঞেস করে আপনি অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন না।
- আপনাকে একটা সময় নিয়ে শিক্ষা অর্জন করতে হবে।
প্রশিক্ষণ দেয়ার মতো সময় বা সুযোগ আপনার নাই, কোন সমস্যা নেই, গ্রুপের সব গুলো পোস্ট পড়ুন নিয়মিত। একজন ওলান ফোলা রোগের পোস্ট করছে ভাবুন এটাও আপনার খামারে হতে পারে। প্রতিদিন একটা করে সমস্যা আপনা সামনে পড়লে, সিনিয়র খামারীদের প্রতিটা পোস্ট ভালো করে পড়লে, খুব বেশিদিন লাগবেনা খামারের প্রতিবন্ধকতা গুলো সামনে আসতে।
টার্গেট,
১। বাছুর উৎপাদন,
২। মাংস উৎপাদন,
৩। দুধ উৎপাদন,
৪।খামারীদের জন্য গরু তৈরি।
এই চারটা রাস্তা আপনি ভাবুন কোন পথে হাঁটবেন আপনি? এজন্যই অভিজ্ঞতা লাগবে আপনার।
নিজের এলাকার পরিস্থিতি বিবেচনা যেমন দুধ, মাংস, এগুলো নিয়ে বিস্তর গবেষণা।
তারপর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন।
সবার সফলতা কামনা করছি ।
0 Comments
We Replay You As Soon As Possible