31st night in Dhaka 2022.
মনে আছে গত বছর এর কথা?
থার্টি ফার্স্ট নাইটের রাতেও তানজীম মনের আনন্দে খেলছিলো। রাত তখন প্রায় পৌনে বারোটা।
হঠাৎ শহরজুড়ে শুরু হলো আতশবাজি আর পটকার বিকট শব্দ।
হাসিখুশী তানজীমের চেহারা বদলে গেলো মুহূর্তের মধ্যে। প্রতিটা বিকট আওয়াজে প্রচন্ডভাবে কেঁপে উঠছিলো ওর দেহ। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেলো ওর।
আতঙ্কে চোখগুলো যেন বেরিয়ে আসছিলো গর্ত থেকে। শ্বাসকষ্ট শুরু হলো। যদিও তার আর্তনাদগুলো আতশবাজি আর পটকার শব্দের কাছে অসহায় আত্মসমর্পণ করছিলো।
কোনোমতে রাতটা কাটিয়ে ভোরে ভোরেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিকেলে ডাক্তার বললেন, হার্টফেল করে ছোট্ট তানজীম উমায়ের আল্লাহর কাছে চলে গিয়েছে।
তারপর মনে আছে সারাদেশের বিশেষ করে ঢাকা শহরের মধ্যে ফায়ার সার্ভিসের সাইরেন এ মুখর হয়ে উঠেছিলো,
শ্বাসকষ্টের মত পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো ফায়ার সার্ভিসের কর্মীদের।
ফানুস এর আগুন নিভাতে নিভাতে এক এলাকায় আগুন নিভানো শেষ হওয়ার আগেই কল পাচ্ছে আরেক এরিয়াতে আগুন লেগেছে।
দয়া করে এই নতুন বছরের প্রথম সময় এইবার আর এমন কোন ঘটনা আর সৃষ্টি করবেন না।
সবার কাছে অনুরোধ রইলো যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ এর মধ্যে থেকে উপভোগ করুন নতুন বছর।
আর যাতে কারো জন্য শ্বাসকষ্ট কিংবা শ্বাসরোধক পরিস্থিতি সৃষ্টি না হয় এবং কারো জন্য যাতে আনন্দ কালো দিন হিসেবে না নেমে আসে সেইদিকে সবাই নজর রাখবেন দয়া করে
0 Comments
We Replay You As Soon As Possible